প্রধানমন্ত্রীর নির্দেশের পরদিন ধান-চালের মজুদ ঠেকাতে মাঠে খাদ্য মন্ত্রণালয়ের ৮ টিম

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
ধান-চালের অবৈধ মজুদ ঠেকাতে ঢাকায় অভিযানে নেমেছে খাদ্য মন্ত্রণালয়ের আটটি টিম। মজুত করে কৃত্রিম সংকট তৈরির বিষয়টি খতিয়ে দেখতেই এই অভিযান। সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী নির্দেশের পর মাঠে নেমেছে তদারকি দল।
অবৈধ মজুতদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন টিমের সদস্যরা। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে সচিবালয়ে তার অফিসে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়। অবৈধ মজুতদারী প্রতিরোধে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের আধা সরকারি পত্র প্রেরণ এবং এনএসআই, রেব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকেও এ বিষয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়। এছাড়াও শিগগিরই কৃষি, খাদ্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে সমন্বিত সভার আয়োজন করতে কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।