প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে আকিজ বিড়ি ফ্যাক্টরিতে দোয়া অনুষ্ঠিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
যশোরের নাভারণ আকিজ বিড়ি ফ্যাক্টরিতে আজ বিকাল ৪টার সময় ২০২১-২২ অর্থবছরের বাজেটে বিড়ি শিল্পের উপরে শুল্ক আরোপ না করায় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা নাভারণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান হোসেন, বিষয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক,সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার কর্মীরা। এসময় মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে বিড়ি শিল্পের ইউনিয়নের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। পরে আকিজ জামে মসজিদের ঈমান দোয়া অনুষ্ঠান ও মুনাজাত করেন।