প্রধানমন্ত্রীর ঘোষণার পরও আটকে গেছে মহানন্দা নদীতে দেশের সবচেয়ে বড় রাবার ড্যাম নির্মাণ প্রকল্প
- আপডেট সময় : ১২:০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর ঘোষণার পরও, আটকে গেছে মহানন্দা নদীতে দেশের সবচেয়ে বড় রাবার ড্যাম নির্মাণ প্রকল্প। এরই মধ্যে চার দফা দরপত্র আহ্বান করা হলেও যোগ্য কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান অংশ নেয়নি। পানি উন্নয়ন বোর্ড বলছে, ঠিকাদার না পওয়ায় প্রকল্পটি বাস্তবায়ন করাই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
ভূ-উপরস্থ পানি সংরক্ষণে নদী-খাল-বিল ড্রেজিং করে জলাধার নির্মাণে নানা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে দেশের সবচেয়ে বড় রাবার ড্যাম নির্মাণের প্রকল্প প্রস্তাব করে পানি উন্নয়ন বোর্ড। ২০১৮ সালের ১৬ জানুয়ারি প্রকল্পটি পাস হয় একনেক সভায়। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, তিন দফা দরপত্র আহ্বান করেও যোগ্য কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান পাওয়া যায় নি। চতুর্থবার আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে।
ডিপিপি প্রস্তুতকারী পানি উন্নয়ন বোর্ডের তৎকালীন প্রকৌশলী জানান, এত বড় প্রকল্পে রাবার ড্যাম নির্মাণের অভিজ্ঞতা নেই দেশিয় কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানের। তাই বিষয়টি নতুন করে ভাবতে হবে।
এদিকে, পরিবেশবাদী সংগঠনগুলো বলছে, এ জেলার কৃষি ও জীববৈচিত্র্য রক্ষায় প্রকল্পটি বড় ভুমিকা রাখবে। তাই যে কোনো পদ্ধতিতেই দ্রুত বাস্তবায়ন জরুরি।
প্রকল্পের কাজ শেষ করার সময় নির্ধারণ করা হয়েছে ২০২২ সালের ৩১ ডিসেম্বর।



















