প্রদীপের ইয়াবা বাণিজ্যের কথা জেনে যাওয়ায় খুন হন সিনহা রাশেদ

- আপডেট সময় : ০৫:৫৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাসের ইয়াবা বাণিজ্যসহ নানা অপকর্মের কথা জেনে যাওয়ায় সিনহাকে হত্যা করা হয় বলে জানিয়েছেন রেবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ। তিনি জানান, হত্যাকান্ডটি পরিকল্পিত । রাজধানীর কারওয়ান বাজারে রেব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ সব কথা জানান লে. কর্নেল আশিক বিল্লাহ।
রোবাবার সকালে কক্সবাজার আদালতে সিনহা হত্যা মামলায় অভিযযোগ পত্র দাখিল নিয়ে রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে রেব।
সংবাদ সম্মেলনে মিডিয়া উইং এর পরিচালক লে. কর্ণেল আশিক বিল্লাহ জানান, এই হত্যাকাণ্ডের মূল হোতা টেকনাফের বরখাস্তকৃত ওসি প্রদীপ। তাকে সহায়তা করেছে বাহারছড়া ফাঁড়ির থানার তৎকালীন পরিদর্শক লিয়াকত, এপিবিএনের তিন সদস্যসহ তিনদেহরক্ষী।
তিনি আরো জানান, সিনহা হত্যাকাণ্ডটি পরিকল্পিত এবংএর মূলহোতা টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ।
এদিকে কক্সবাজারের সাবেক পুলিশ সুপার মাসুদ হোসেনের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে বলেও জানান আশিক বিল্লাহ।