প্রথম ধাপে বসতি বুঝে পেল ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গা শরণার্থী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৯:২৪ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে প্রথম ধাপে ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে বসতি বুঝিয়ে দেয়া হয়েছে ।
ভোরের আলো ফোটার সাথে সাথেই ১ হাজার ৬শ ৪২ জন রোহিঙ্গাকে নাস্তার যোগানের দায়িত্ব নিয়েছে এনজিওগুলো। যদিও দীর্ঘমেয়াদী লক্ষ্য- আশ্রিত মানুষগুলোকে স্বনির্ভর করে তোলা। নোয়াখালী ভাসানচরে পৌঁছায় নৌবাহিনীর জাহাজ। এর আগে, কক্সবাজারের উখিয়া থেকে যাত্রা করে ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে নিয়ে চট্টগ্রাম থেকে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশ্যে রওনা হয় ৮ টি জাহাজ। নৌবাহিনীর এক কর্মকর্তা জানান, ভাসান চরে আসা সকল রোহিঙ্গাদের প্রথমে স্বাস্থ্য পরীক্ষা করা হয়।


















