প্রথম টি-টুয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ
- আপডেট সময় : ০৯:১৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেলো টাইগাররা। মিরপুরে স্বাগতিকদের দেয়া ১৫৬ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৯৪ রানে অলআউট হয় আফগানিস্তান।
টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশকে শুরুতে হতাশ করেছেন অভিষিক্ত মুনিম শাহরিয়ার, নাঈম শেখ ও সাকিব আল হাসান। অধিনায়ক মাহমুদউল্লাহ পারেননি ইনিংস বড় করতে। তবে, ক্যারিয়ারের পঞ্চম ফিফটিতে একাই লড়ছেন লিটন দাস। ৪৪ বলে ৬০ রান করেন তিনি। সঙ্গে আফিফের ২৫ রানে ৮ উইকেটে ১৫৫ রান তোলে বাংলাদেশ। জবাবে কখনোই জয়ের পথে ছিলো না আফগানিস্তান। শুরুতে নাসুম আহমেদের বোলিং তোপে পরে সফরকারীরা। প্রথম চার ব্যাটারকে ফিরিয়ে আফগান ইনিংসে ধস নামান নাসুম। মাঝে নজিবুল্লাহ জাদরানের ২৭ রানের প্রতিরোধ গড়লেও বড় হার এড়াতে পারেনি আফগানিস্তান। শনিবার সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল।










