প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে চার সপ্তাহের আগাম জামিন

- আপডেট সময় : ১০:০৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাঈমুল আবরারের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে জামিন পরবর্তী সময়ে বিচারিক আদালতে মতিউর রহমানকে আত্মসমর্পণের নির্দেশও দেয় হাইকোর্ট। আদেশে আরো বলা হয়, জামিনযোগ্য ধারায় মামলা, তাই জামিনের আবেদন করলে তা বিচারিক আদালত বিবেচনা করতে পারবে। এর আগে ১৬ জানুয়ারি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও সহযোগী সম্পাদক আনিসুল হকসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম কায়সারুল ইসলাম। মামলার বাকি আসামিরা হলেন- কবির বকুল, শুভাশীষ প্রামানিক শুভ, মহিতুল আলম পাভেল, শাহপরান তুষার, জসীমউদ্দিন অপু, মোশারফ হোসেন, সুজন ও কামরুল হায়দার।