প্রথমবারের মতো ৭ মার্চ পালন করলো বিএনপি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১০:১৯ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
বাংলাদেশের ৫০ বছর পূর্তিতে প্রথমবারের মতো ৭ মার্চ পালন করে বিএনপি। বিকেলে জাতীয় প্রেসক্লাবে ৭ ই মার্চের আলোচনায় অংশ নিয়ে বিএনপি নেতারা স্বীকার করলেন বঙ্গবন্ধুর পক্ষে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।
তবে, ৭ই মার্চের ভাষণ নিয়ে আওয়ামী লীগের দলীয় চিন্তাভাবনা জাতির কাছে তুলে ধরা হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একজনকে মহিমান্বিত করতে গিয়ে আওয়ামী লীগ নতুন প্রজন্মের কাছে ভ্রান্ত ইতিহাস তুলে ধরেছে বলেও দাবি করেন তিনি। আর, ৭ই মার্চের ভাষণে স্বাধীনতার কোন ঘোষণা ছিল না বলেও মন্তব্য করেন দলটির অন্য নেতারা।