প্রথমবারের মতো সারাদেশে একযোগে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নিচ্ছে দেশের ২০টি বিশ্ববিদ্যালয়
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
প্রথমবারের মতো সারাদেশে একযোগে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নিচ্ছে দেশের ২০টি বিশ্ববিদ্যালয়। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষায় ভোগান্তি কমাতে এই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের। তিন ইউনিটে মোট আসন সংখ্যা ২২ হাজার ১৩টি। গড়ে প্রতি আসনে লড়বেন ১১ জন শিক্ষার্থী।
আজ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে এই পদ্ধতির যাত্রা শুরু হলো। দেশের ২৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন পরীক্ষায়। গুচ্ছ পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষে বাছাইকৃত পরীক্ষার্থী ২ লাখ ৩২ হাজার ৪৫৫ জন। যার মধ্যে এ ইউনিটে বাছাইকৃত হয়েছেন ১ লাখ ৩১ হাজার ৯০১ জন। মানবিক শাখা বি ইউনিটে-৬৭ হাজার ১১৭ জন এবং বাণিজ্য শাখা ‘সি’ ইউনিটে ৩৩ হাজার ৪৩৭ জন বাছাই করা হয়েছে।




















