প্রথমবারের মতো যুব বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯
- আপডেট সময় : ১০:০০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০
- / ১৬১০ বার পড়া হয়েছে
প্রথমবারের মতো যুব বিশ্বকাপের ফাইনালে উঠে ইতিহাস গড়ার সুযোগ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। সেমিফাইনালে নিউজিল্যান্ডের দেয়া ২১২ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৯ রান।
পচেফস্ট্রমে টস জিতে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। শুরুতেই দারুণ সূচনা এনে দেন অফ স্পিনার শামিম হোসেন। ওপেনার রেস মারিউকে ১ রানে ফেরান তিনি। এরপর ১৮ রানে আরেক ওপেনার ওলে হোয়াইটকে ফেরান রাকিবুল হাসান। ফারগুস লেলম্যানকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন শামিম। ২৫ ওভারে জেসি টাসকফকে তুলে নিয়ে নিউজিল্যান্ডকে চাপে ফেলেন হাসান মুরাদ। এরপর অন্য কেউ দাঁড়াতে না পারলেও উলার গ্রিনালের অপরাজিত ৭৫ রানে ভর করে শেষ পর্যন্ত ২১১ রানের পূজি গড়ে কিউইরা। জবাবে, ব্যাট করতে নেমেই ৩ রান করে সাজঘরে ফেরেন তানজিদ হাসান। একই পথ ধরেন পারভেজ হুসাইন ইমন। এরপর মাহমুদুল হাসান জয়কে সাথে নিয়ে ঘুরে দাড়ায় তৌহিদ হৃদয়। দলীয় ১০০ রানে ফেরেন হৃদয়।




















