প্রত্যাশিত জয় পেয়েছে বার্সেলোনা, জুভেন্টাস ও চেলস-সেভিয়ার মতো বড় দলগুলো

- আপডেট সময় : ০৩:১৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্রত্যাশিত জয় পেয়েছে বার্সেলোনা, জুভেন্টাস ও চেলস-সেভিয়ার মতো বড় দলগুলো। ডায়নামো কিয়েভকে ২-১ গোলে হারিয়েছে বার্সা। ফেরেঙ্কভারোসের বিপক্ষে জুভিদের জয় ৪-১ গোলে। রেনেসের বিপক্ষে সেভিয়া পেয়েছে ৩-০ গোলের জয় আর এফসি ক্রান্সনোদরকে ৩-২ গোলে হারিয়েছে সেভিয়া। তবে, হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও পিএসজি।
চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমটা যে আশীর্বাদ বার্সেলোনার জন্য। তিন ম্যাচে শতভাগ জয় কাতালান জায়ান্টদের। এবার ইউক্রেন ক্লাব ডায়নামো কিভেভকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোল’র পথে আরো এগিয়ে গেলো বার্সা। ক্যাম্প ন্যূতে ম্যাচের শুরুতেই দাপট স্বাগতিকদের। ম্যাচের পঞ্চম মিনিটেই পুরনো দৃশ্যের পুনরাবৃত্তি। মৌসুমে এলএমটেনের তৃতীয় গোল যার সবকটিই পেনাল্টি থেকে।প্রথামার্ধে আরো বেশ কয়েকবার আক্রমণের গিয়েছিলো কাতালান ক্লাবটি। তবে, ভাগ্য সহায় হয়নি।
নিষেধাজ্ঞার পর জেরার্ড পিকের ফেরাটা গোল করে। ৬৪ মিনিটে আনসু ফাতির ক্রসে নিঁখুত হেড, ব্যবধান দ্বিগুন করেন এই ডিফেন্ডার।ম্যাচের ফেরার চেষ্টায় একাধিক সুযোগ পায় ডায়নামো কিয়েভ। কিন্তু করোনা ভাইরাস,আর ইনজুরিতে মূল দলের ১৪ সদস্য হারানো, দলটি যে ভঙ্গুর। তারপরও কাতালানদের ভয় ধরিয়েছিল অতিথিরা। , দশ মিনিট পর ম্যাচে ফিরে টিসাইহানকভের গোলে ব্যবধান কমায় ডায়নামো কিয়েভ।
কিন্তু শেষ পর্যন্ত আর অঘটন ঘটেনি। বাকি সময়টা বার্সার পরীক্ষা নিয়ে শুধুই রোমাঞ্চ ছড়িয়েছে ম্যাচে।আরেক ম্যাচে গোল উৎসব করেছে জুভেন্টাস। ফেরেঙ্কভারোসকে ৪-১ গোলে হারিয়েছে ইতালিয়ান ক্লাবটি। আলভারো মোরাতা জোড়া আর পাওলো দিবালা ও ফ্রাঙ্ক বলি করেছেন একটি করে গোল। ৯০ মিনিট খেলেছেন, গোল পাননি কিন্তু করিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।