প্রত্যন্ত চরাঞ্চলে নারী ও শিশু নির্যাতনরোধে সচেতনতামূলক সভা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
প্রত্যন্ত চরাঞ্চলে ফ্রেন্ডশিপের আয়োজনে নারী ও শিশু নির্যাতনরোধে সচেতনতামূলক সভা হয়েছে।
দুপুরে সদরের মোল্লারচর ইউনিয়নের চিথুলিয়া দীঘর আলিম মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের। এছাড়া উপস্থিত ছিলেন সদর থানার ওসি মাসুদার রহমান, ফ্রেন্ডশিপের রিজিওনাল ম্যানেজার নাইম কামরান, ইউপি চেয়ারম্যান লোকমান হোসেন ও সাইদুল জামান সরকারসহ আরো অনেকে। এ সময় জানানো হয়, মোল্লারচরে দুই মাসে ৩ শতাধিকেরও বেশি মানুষকে বিনামূল্যে আইনি সহায়তা ও লিগেল বুথের মাধ্যমে প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হয়েছে।










