প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারণায় কুমিল্লা সিটির মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা

- আপডেট সময় : ০৫:১৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রতীক পাওয়ার পর আনুষ্ঠানিক প্রচারণায় নেমেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। আচরণ বিধি লঙ্ঘণের অভিযোগ নৌকা সমর্থিত ও স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
প্রতীক বরাদ্দ পেয়ে কোনো কোনো প্রার্থী আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন। প্রচারণা শুরু করেছেন সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক সাক্কু। টেবিল ঘড়ি প্রতীকের এই স্বতন্ত্র প্রার্থী প্রথম দিনেই পোস্টার ছেঁড়া ও মাইক ভাঙচুরের অভিযোগ করেন। নগরীর ১২ নং ওয়ার্ডের নানুয়া দিঘীরপাড়ে নিজ বাসবভনের নিচে সাংবাদিকদের কাছে এ অভিযোগ জানান।
প্রচারণা শুরু না করলেও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আচারণবিধি ভঙ্গ করে গাড়িতে পোস্টার লাগানোর দায়ে নৌকার প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাতকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কাল থেকে প্রচারণায় মাঠে নামবেন তিনি।
নগরীর ঢুলিপাড়া এলাকায় আচরণবিধি লঙ্ঘণ করে মিছিল করায় স্বতন্ত্র মেয়রপ্রার্থী নিজাম উদ্দিন কায়সারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার দুপুরে চর্থা চৌমুহনী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা এ জরিমানা আদায় করেন।