প্রতীক বরাদ্দের পূর্বে কোনো প্রকার নির্বাচনী প্রচারনা নয়

- আপডেট সময় : ০৫:২৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২
- / ১৬১৮ বার পড়া হয়েছে
কুমিল্লা সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনকে সামনে রেখে ৯ দফা নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। নির্দেশনায় ইসি বলছে, মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় কোনো প্রকার মিছিল বা শোডাউন করা যাবে না। পাঁচজনের অধিক সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দিতে পারবেন না কোন প্রার্থী।
অন্য নিদের্শনার মধ্যে রয়েছে, প্রতীক বরাদ্দের পূর্বে কোনো প্রকার নির্বাচনী প্রচারনা নয়। প্রচারকালে জনসভা বা শোভাযাত্র বন্ধ। পথসভা ও ঘরোয়া সভার অনুমতি দেয়া হয়েছে। প্রচারের জন্য নির্ধারিত পোস্টার সাদাকালো রঙের হতে হবে এবং আয়তন ৬০ ও ৪৫ সেন্টিমিটার। প্রতিদ্বন্দ্বী প্রার্থী পোস্টার বা লিফলেটে নিজ ছবি ও প্রতীক ব্যতীত অন্য কারও নাম, ছবি বা প্রতীক ছাপাতে পারবে না। তবে রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী দলীয় প্রধানের ছবি পোস্টার বা লিফলেটে ছাপাতে পারবেন। মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ক্যাম্প অফিস থাকবে দুটি। নির্বাচনি প্রচারণায় কোনো প্রকার গেট, তোরণ, আলোকসজ্জা করতে পারবেন না। নির্বাচনি প্রচার-প্রচারণায় ২০১৬ এর অন্যান্য বিধিবিধান অনুসরণ করতে হবে। কুসিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এ পর্যন্ত বর্তমান মেয়র মনিরুল হক সাক্কুসহ ১৬৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৫ জুন।