প্রতিহিংসার কারণেই খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটকে রাখা হয়েছে : মির্জা ফখরুল

- আপডেট সময় : ০৮:৪০:৩০ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ব্যক্তিগত আক্রোশ, প্রতিহিংসার রাজনীতির কারণেই বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে গৃহে আটক করে রাখা হয়েছে। এ কারণে তাকে বিদেশে সুচিকিৎসার সুযোগ দেয়া হচ্ছে না। শান্তিপূর্ণভাবে কর্মসুচি দিয়ে বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে না পারলে আগামীতে আরো কঠোর কর্মসুচি দিতে বিএনপি বাধ্য হবে বলেও হুঁশিয়ার করেন দলটির মহাসচিব।
সকালে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে মির্জা ফখরুল আরো বলেন, আওয়ামী লীগ সরকার- গণবিরোধী বলেই দেশের মানুষের সকল অধিকার হরণ করেছে। জ্বালানী তেলের দাম রিটারে ১৫ টাকা বাড়িয়ে পরিবহণ শ্রমিকদের পর এখন ছাত্রদেরও রাজপথে নামতে বাধ্য করা হয়েছে। সরকার সব কিছুর দাম বাড়িয়ে জনগনের পকেট কেটে নিচ্ছে। বিএনপি মহাসচিব বলেন, সরকারী দলের নেতাদের পকেট ভারী করার জন্যই নিত্যপন্যের দাম দিন দিন বাড়ানো হচ্ছে। এতেই প্রমানিত– সবক্ষেত্রে সরকার ব্যর্থ।