প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন জেলায় সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল

- আপডেট সময় : ০৯:০৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় বর্ণাঢ্য রেলি ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। কোথাও কোথাও মিছিলে বাধা দিয়ে লাঠিচার্জ করেছে পুলিশ।
বরিশালে ছাত্রদলের মিছিলে লাঠিচার্জ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে জেলা ও মহানগর ছাত্রদল সমাবেশ শেষে মিছিল বের করে। মিছিলটি বিবিরপুকুর পাড় এলাকায় গেলে পুলিশ লাঠিচার্জ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে, পুলিশি বেস্টনীতে মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে দলীয় কার্যালযের সামনে গিয়ে শেষ হয়।
পাবনায় বর্ণাঢ্য রেলি ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে, স্থানীয় ঘোড়াষ্ট্যান্ডে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন নেতারা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবিতে ছাত্র সমাবেশ করেছে জামালপুর জেলা জাতীয়তাবাদী ছাত্রদল।শহরের কাচারীপাড়া চাররাস্তা মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এদিকে, পিরোজপুরে জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তি না পাওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাবে তারা।