প্রতিরোধ ব্যবস্থার অভাবে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা: কাজী ওয়াহিদুজ্জামান

- আপডেট সময় : ০৪:৫৩:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
- / ১৬২৭ বার পড়া হয়েছে
আগে থেকে কার্যকরী প্রতিরোধ ব্যবস্থা না নেয়ায় উত্তরায় মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পতিত হয়েছে বলে মন্তব্য করেছেন এ্যাভিয়শন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুজ্জামান। এসএ টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, এর দায় কারো ওপর চাপিয়ে লাভ হবে না। তবে, আগামীতে দুর্ঘটনা এড়াতে বিমানবন্দর সরিয়ে নিতে হবে।
রাজধানীর দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বাহিনীর যুদ্ধবিমান এফটি-৭ বিজিআই বিধ্বস্তের ঘটনায় পাইলটসহ ৩১ জন নিহত হয়। দেড় শতাধিক আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার ছিল রাষ্ট্রীয় শোক।
বিমান দুর্ঘটনাকে অপরিকল্পিত ও অপরিপক্ব সিদ্ধান্ত বলে মনে করেন এ্যাভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুজ্জামান। তার মতে, বিমান ও পাইলটের কোনো সমস্যা ছিল না। যে কোনো কারণে দুর্ঘটনা ঘটতে পারে।
কি কারণে জনবহুল এলাকায় বিমানের প্রশিক্ষণ দেয়া হয়-এনিয়ে প্রশ্ন তোলেন তিনি। জানান, প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলেও বাণিজ্যিক বিমান দুর্ঘটনা বাংলাদেশে কম।
বিমান দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষকে প্রস্ততি নেয়ার পরামর্শ দিয়ে এ বিশেষজ্ঞ বলেন, হজরত শাহজালাল রহ: আন্তর্জাতিক বিমান বন্দরটি কুর্মিটোলা থেকে না সরালে জনগণের ওপর ঝুঁকি থাকবেই।
বিমান দুর্ঘটনা এড়াতে বাহিনীকে আরো মনোযোগী হওয়ার তাগিদ দেন তিনি। তা না হলেও একের পর এক আরো দুর্ঘটনার জন্য জাতিকে অপেক্ষা করতে হবে বলেও মনে করেন এ বিশেষজ্ঞ।
এছাড়াও গেলো ৫৪ বছরে দেশে ৪৪ টি বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে। আর এতে প্রাণ হারান ২৫ জন পাইলট।