প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গাপূজা

- আপডেট সময় : ০৭:০০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
- / ১৬১৫ বার পড়া হয়েছে
প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এর আগে মণ্ডপগুলোতে চলে সিঁদুর খেলা আর আনন্দ-উৎসব। অনেক এলাকায় সন্ধ্যার মধ্যেই শেষ হয় প্রতিমা বিসর্জন।
বিজয়া দশমীতে অস্রু জলে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনব্যাপী দুর্গাপূজা। বিকেলে ময়মনসিংহের কাচারী ঘাট সংলগ্ন ব্রহ্মপুত্র নদে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে দেবীকে বিদায় জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর একের পর এক বিভিন্ন মণ্ডপ থেকে ঘাটে প্রতিমা আসতে থাকে বিসর্জনের জন্য।
চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দূর্গা পূজার প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হয়েছে।
ফেনীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এর আগে মণ্ডপগুলোতে চলে সিঁদুর খেলা আর আনন্দ-উৎসব। চলে মিষ্টিমুখ, ছবি তোলা আর ঢাকের তালে তালে নাচ-গান।
নারায়ণগঞ্জ শহরের ৫নং মাছঘাটসহ জেলার বিভিন্নস্থানে শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদে শুরু হয় প্রতিমা বিসর্জন। দর্পণ বিসর্জনের পর দেবী দুর্গা ও অন্যান্য দেবদেবীর বিসর্জন দেয়া হয়।
কুষ্টিয়াতেও প্রতিমা বিষর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গোৎসব। সন্ধ্যায় কুষ্টিয়ার গড়াই নদী, পদ্মা নদী ও হিসনা নদীসহ বিভিন্ন স্থানে ২শ’ ৫১টি মন্ডপের দুর্গাপূজার বিসর্জন শান্তপূর্ণভাবে শেষ হয়। ভক্তরা অশ্রুসজল নয়নে দুর্গাকে বিদায় জানায়।