প্রতিবন্ধী ব্যক্তিদের মূলস্রোতে যুক্ত করতে এসএটিভির বিশেষ উদ্যোগ

- আপডেট সময় : ০৮:৩২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
বাংলাদেশের প্রথম হুইল চেয়ার সংবাদ উপস্থাপকের অভিষেক হলো এসএটিভির পর্দায়। প্রতিবন্ধী ব্যক্তিদের মূলস্রোতে যুক্ত করতেই দেশের প্রথম এইচডি চ্যানেল এসএটিভির এই বিশেষ উদ্যোগ। ১৬ ডিসেম্বর, সকাল ১১টায় এসএটিভি-র মূল ভবনে নিউজ আপডেট পড়েন শারীরিক প্রতিবন্ধী হেদায়তুল আজিজ মুন্না।
একদিকে জাতীয় প্যারেড গ্রাউন্ডে চলছে বিজয়ের ৫০ বছর পূর্তি উৎসব । ধর্ম –বর্ণ নির্বিশেষে সবাই স্মরণ করছে বাঙালীর গৌরবের ইতিহাসকে।
ঠিক সে সময়ই দেশের ইতিহাসে নতুন এক নাম যোগ করলেন শারীরিক প্রতিবন্ধী হেদায়তুল আজিজ মুন্না ।
বাংলাদেশের প্রথম হুইল চেয়ার সংবাদ উপস্থাপক হিসেবে সকাল ১১টায় এস এ টিভির নিউজ আপডেট পড়লেন তিনি, সংবাদ শেষে জানালেন নিজের অনুভূতির কথা ।
রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা থেকেই প্রতিবন্ধীদের মূল ধারার গণমাধ্যমে সম্পৃক্ত করতেই এসএটিভির এই বিশেষ উদ্যোগ বলে জানালেন প্রতিষ্ঠানের বার্তা বিভাগের প্রধান
বিশ্বব্যাপী প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষা এবং প্রতিষ্ঠায় সরকারের স্বদিচ্ছার সাথে একাত্নতা প্রদর্শনই এই উদ্যোগের উদ্দ্যেশ্য বলে জানালেন প্রতিষ্ঠানটির কর্ণধার ।
শুধু কথায় সীমাবদ্ধ না থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের মূলস্রোতে যুক্ত করতে এই সাহসী সিদ্ধান্তের পক্ষে তার যুক্তি তুলে ধরলেন নির্বাহী পরিচালক ।
আমাদের প্রজন্ম মুক্তিযুদ্ধ দেখেনি, আমাদের কাছে বিজয়ের স্বাদ লাল-সবুজের পতাকায়, স্বাধীন বাংলাদেশের মানচিত্রে। কিন্তু যুগ যুগ ধরে চলে আসা স্থুল দৃষ্টিভঙ্গীকে পেছনে ফেলে আজিজ মুন্নাদের এগিয়ে আসা যুদ্ধজয়ের চেয়ে কম কিছু নয় ? আজকের এ পদক্ষেপ ভবিষ্যতে দৃষ্টান্ত হয়ে থাকবে এটাই প্রত্যাশা ।