প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী

- আপডেট সময় : ০৯:২৫:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
- / ১৫৬১ বার পড়া হয়েছে
মাদারীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
বিকেলে মাদারীপুর রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের গাংকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলার শিকার হন তিনি। স্থানীয়রা জানায়, গোলাম রাব্বানীর মামা সালাহ উদ্দিন আহমেদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মামার পক্ষে বেশ কিছু দিন ধরেই তিনি প্রচারণা চালিয়েছেন। ৭ নম্বর ওয়ার্ডের গাংকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রতিপক্ষ মোশারফ মোল্লার লোকজন ভোট কেটে নেয়ার চেষ্টা করছে– এ খবর শুনে গোলাম রাব্বানী সেখানে যায়। এ সময় মোশারফ মোল্লার ছেলে তার ওপর চড়াও হয়। এক পর্যায়ে তাকে ছুরি দিয়ে কোপ দেয়। এ সময় রাব্বানী ফেরাতে গেলে তার ডান হাতের দু’টি আঙুল কেটে যায়। পরে ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় দু’পক্ষের আরও ৫ জন আহত হন। পরে, স্থানীয়রা গোলাম রাব্বানীসহ আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।