প্রতিপক্ষের একজনের পা কেটে হাতে নিয়ে অন্যপক্ষের লোকজন উল্লাস ও ‘আনন্দ মিছিল’

- আপডেট সময় : ০২:২১:২২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের থানাকান্দি গ্রামে বিবদমান দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের একজনের পা কেটে হাতে নিয়ে অন্যপক্ষের লোকজন উল্লাস ও ‘আনন্দ মিছিল’ করেছে।
এলাকায় গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান জিল্লুর রহমান ও এলাকার সর্দার আবু কাউছার মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এরই মধ্যে দু’গ্রুপের একাধিকবার রক্তক্ষয়ী সংঘর্ষে বহু হতাহতের ঘটনাও ঘটেছে। এসব বিষয় নিয়ে আজ সকালে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপস্থিতিতে উভয়পক্ষের লোকজনকে নিয়ে একটি জরুরী বৈঠক হওয়ার কথা ছিলো। কিন্তু একদিন আগেই রোববার সকালে দু’পক্ষের লোকজনের মধ্যে ভয়ংকর এক সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়। এ সময় একাধিক বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে কাউছার মোল্লার পক্ষের লোকজন প্রতিপক্ষ– চেয়ারম্যান জিল্লুর রহমানের পক্ষের মোবারক মিয়ার একটি পা কেটে নিয়ে জয়-বাংলা শ্লোগানে মিছিলসহ গ্রামে উল্লাস করে। সংঘর্ষের পর ২২ জনকে আটক করা হয়েছে।