প্রতিদ্বন্দ্বি না থাকায় আওয়ামী লীগের ১৩ চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
বরিশালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় জেলার ১৩ ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের ১৩ প্রার্থী।
প্রতীক বরাদ্দের দিনে এই ১৩ ইউনিয়নসহ ৫০ ইউনিয়নে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রতীক বরাদ্দের পরপরই সংশ্লিস্ট রিটার্নিং কর্মকর্তারা একক প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করেন। বরিশাল জেলায় ৫০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৯৯ জন মনোনয়নপত্র জমা দেন। ইউনিয়নে সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ১ হাজার ৬২১ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৫১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।আগামী ১১ এপ্রিল এই নির্বাচন অনুষ্ঠিত হ