প্রতিটি বাহিনীকে দক্ষ করে গড়ে তোলার জন্য কাজ করছে সরকার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
প্রতিটি বাহিনীকে দক্ষ করে গড়ে তোলার জন্য কাজ করছে সরকার’ এমন মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
দুপুরে আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। এসময় মন্ত্রী আরোও বলেন, স্বাধীনতা যুদ্ধে তৎকালিন ইপিআর বর্তমানে আনছার ও গ্রাম ও প্রতিরক্ষা বাহিনী গুরত্বপূর্ন ভূমিকা পালন করেছে। ১০ থেকে ১২ বছর আগে গ্রামীণ সড়কগুলোর বেহাল দশা ছিলো। সে সড়কগুলো এখন পাকাকরণ করা হয়েছে। এখন কৃষকদের উৎপাদিত পণ্য সহজেই বাজারজাত করতে পারছেন। এতে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে আরোও গতি এসেছে। দেশের উন্নয়নকে গতিশীল করতে সরকার আরোও ১০৩ টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার চেষ্টা করছে।