প্রতারক চক্রের মূল হোতা ইবনে মিজান রনি গ্রেপ্তার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১
- / ১৬০০ বার পড়া হয়েছে
রাজধানীতে অভিযান চালিয়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং উচ্চপদস্থ সরকারী কর্মকর্তাদের পরিচয় প্রদানকারী প্রতারক চক্রের মূল হোতা ইবনে মিজান রনিকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকার মতিঝিল এলাকা হতে রেব এবং এনএসআইয়ের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরজ্ঞামাদি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাবাসাবাদে মিজান বিভিন্ন সময় নিজেকে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, আমলা, প্রভাবশালী রাজৈনতিক নেতার পরিচয় দিয়ে এবং উচ্চপদস্থ সরকারী কর্মকর্তাদের পরিচয় দিয়ে বিভিন্ন চাকরীতে নিয়োগ, পদোন্নতি, বদলির তদবির বাণিজ্য করে অর্থ-আত্মসাৎ করে আসছিল বলে স্বীকার করেছে।
















