প্রচার-প্রচারণায় দিনভরই সরব দুই সিটির আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থী
- আপডেট সময় : ০৯:৩৭:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০
- / ১৬৩৩ বার পড়া হয়েছে
প্রচার-প্রচারণায় দিনভরই সরব ঢাকার দুই সিটি কর্পোরেশনের আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থী। উত্তরের আতিকুল ইসলাম অভিযোগ করেন, প্রতিপক্ষ বিএনপি প্রার্থী প্রচারণায় পূর্ন স্বাধীনতা ভোগ করছেন। আর প্রচারণাকালে দক্ষিণ সিটিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ফজলে নূর তাপস জানান, নির্বাচিত হলে প্রথম তিন মাস নগরীর অবকাঠামো উন্নয়নে কাজ করবে কেবল সিটি কর্পোরেশন। তারা দু’জনেই নগরীকে বাসযোগ্য ও জনবান্ধব করার অঙ্গীকার ব্যক্ত করেন।
যেন দম ফেলবার ফুসরত নেই প্রার্থীদের। জয়বাংলা শ্লোগানে মুখরিত করে ব্যারিস্টার ফজলে নূর তাপস বিরামহীনভাবে ছুটে চলেছেন ভোটারদের কাছে।
দক্ষিণ সিটির মানিকনগর বাসস্ট্যান্ড এলাকা থেকে প্রচারণা শুরু করে ছুটে যান মান্ডা, মুগদা, সবুজনগর এলাকায়। প্রচারের বহর অতিক্রম করে অলিগলি কিংবা রাজপথ। প্রতিশ্রুতির ফুলঝুঁড়ি ছড়িয়ে আশ্বস্ত করেন ভোটারদের। নির্বাচিত হলে ৩০ বছর মেয়াদি পরিকল্পনার মধ্য দিয়ে নগরীর প্রধান সমস্যা সমাধানের অঙ্গীকার করেন তিনি।
বসে নেই উত্তরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলামও। তালতলা বাসস্ট্যান্ড থেকে শুরু করে প্রচারণা চালান খিলগাঁওয়ের একাংশ, রামপুরা ও বাড্ডা এলাকায়। খোলা জিপে চড়ে হাত নেড়ে ভোটারদের ভোট প্রার্থনা করেন। জানান, নির্বাচিত হলে সবার মেয়র হিসেবেই কাজ করবেন তিনি।
প্রতিপক্ষ বিএনপি প্রার্থী আচরণবিধি মানছেন না বলেও অভিযোগ করেন আতিকুল ইসলাম।




















