প্রচণ্ড ভয় এবং শঙ্কার মধ্যে দলের নেতাকর্মীরা দিন কাটাচ্ছেন : রিজভী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪২:৪৮ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
প্রচণ্ড ভয় এবং শঙ্কার মধ্যে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা দিন কাটাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও আলোচনা সভায় তিনি একথা বলেন।
প্রয়াত জাতীয়তাবাদী অনলাইন অ্যাক্টিভিস্টদের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি। জাতির উদ্দেশ্যে দেয়া প্রধানমন্ত্রীর ভাষণের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, উন্নয়নের কথিত ধারায় দেশ ও জনগণের সঙ্গে প্রতারনা করছে সরকার। এতে নি:স্ব হচ্ছে দেশের জনগণ। তিনি বলেন, সরকার প্রধানের উন্নয়নের মানে ঋণ, বন্দুক যুদ্ধ এবং গুমের মাইলফলক। সরকারের অন্যায়ের বিরুদ্ধে লিখলেই অনলাইন অ্যাক্টিভিস্টদের গুমের শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী আহমেদ।