প্রকৃতির সাথে যুদ্ধ করেই সবাইকে বাঁচতে হবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে এবার প্রতিবেশী রাস্ট্র ভারত, নেপাল ও ভুটানে বৃষ্টিপাত কম হচ্ছে এই পরিস্থিতিতে প্রকৃতির সাথে যুদ্ধ করেই সবাইকে বাঁচতে হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
দুপুরে বরিশাল সদর উপজেলায় ডায়রিয়া রোগীদের জন্য এক হাজার আইভি স্যালাইন ও করোনায় কর্মহীন ১শ’ মানুষের মাঝে ত্রাণ বিতরণ শেষে এসব কথা বলেন তিনি। এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, বৃষ্টি যদি আরও কিছুদিন না হয়, তাহলে লবনাক্ততা আরও বাড়তে পারে। বৃষ্টি হলে নদীতে লবন পানি থাকতো না। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সাহসও রাখার আহবান জানান তিনি। এ সময় জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, সিভিল সার্জন ডা. মোহাম্মদ মনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

















