পৌর নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
- / ১৬৩৯ বার পড়া হয়েছে
নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ি পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা করেছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম।
সকালে চাটখিল উপজেলা আওয়ামী লীগ ও সোনাইমুড়ি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৃথক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভার নৌকা প্রতীকের প্রার্থী ভিপি নিজাম উদ্দিন, সোনাইমুড়ী পৌরসভার নৌকা প্রতীকের প্রার্থী ভিপি নুরুল হক, নোয়াখালী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান শিপন, সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোমিনুল ইসলাম বাকের, সাধারণ সম্পাদক আ.ফ.ম বাবুল বাবু, চাটখিল পৌরসভার মেয়র মোহাম্মদউল্যাহ পাটোয়ারীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় বক্তারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।





















