পোস্টার লাগানোকে কেন্দ্র করে আ’লীগ-বিএনপির নেতাকর্মীদের মাঝে সংঘর্ষ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫০:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
পৌর নির্বাচনে পোস্টার লাগানোকে কেন্দ্র করে রাজশাহীর চারঘাটে আওয়ামী লীগ-বিএনপির নেতাকর্মীদের মাঝে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।
দুপুরে এ ঘটনা ঘটে। এতে উপজেলা ছাত্রলীগ সভাপতি আল মামুন তুষারসহ অন্তত ৫জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিএনপির কর্মীরা ধানের শীর্ষের পোষ্টার লাগাতে থাকলে তাদের মারধর করে আওয়ামী লীগ কর্মীরা। পরে সশস্ত্র হয়ে বিএনপির কর্মীরা পাল্টা হামলার প্রস্তুতি নেয়। এ নিয়ে উত্তেজনার এক পর্যায়ে দু’পক্ষের সংঘর্ষ বাধে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আগামী ২৮ ফেব্রুয়ারি চারঘাট পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।