পোষাক রপ্তানিতে বাংলাদেশকে পেছনে ফেলেছে ভিয়েতনাম
- আপডেট সময় : ০৭:১৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
বৈশ্বিক তৈরি পোশাকের বাজারে শীর্ষ রফতানিকারক দেশগুলোর তালিকায় বাংলাদেশকে পেছনে ফেলেছে ভিয়েতনাম। গত এক দশকের প্রায় বেশিরভাগ বছরই ধারাবাহিকভাবে পোশাক রফতানির প্রবৃদ্ধি ধরে রাখে দেশটি। এরফলে বাংলাদেশকে পেছনে ফেলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রফতানিকারকের তালিকায় উঠে আসে ভিয়েতনাম।
শুক্রবার বিশ্ব বাণিজ্য সংস্থার ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিসটিক্যাল রিভিউ-২০২১ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। করোনাভাইরাস মহামারির প্রভাবের পরিসংখ্যানগত ধারণা দিতে বৈশ্বিক তৈরি পোশাক রফতানির এই চিত্র তুলে ধরে সংস্থাটি। এতে বলা হয়, ভিয়েতনামের রফতানি বৃদ্ধি পাওয়ায় বর্তমানে বৈশ্বিক তৈরি পোশাক রফতানিতে তৃতীয় অবস্থানে নেমে গেছে বাংলাদেশ। অন্যদিকে, বিশ্বের শীর্ষ রফতানিকারকের স্থান ধরে রেখেছে চীন। ডব্লিউটিওর প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে বিশ্ব তৈরি পোশাকের বাজারে বাংলাদেশের রফতানি ৬ দশমিক ৮০ শতাংশ থাকলেও ২০২০ সালে তা কমে ৬ দশমিক ৩০ শতাংশে দাঁড়িয়েছে। একই সময়ে ভিয়েতনামের রফতানি আগের বছরের ৬ দশমিক ২০ শতাংশ থেকে বেড়ে ৬ দশমিক ৪০ শতাংশে দাঁড়িয়েছে।





















