মিরপুর-১০ নম্বরে আবারও বিক্ষোভ শুরু করেছেন পোশাক শ্রমিকরা
- আপডেট সময় : ১১:৫১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩
- / ২০৫৯ বার পড়া হয়েছে
রাজধানীর মিরপুর-১০ নম্বরে সড়ক অবরোধ করে আবারও বিক্ষোভ শুরু করেছেন পোশাক শ্রমিকরা। সকাল সোয়া আটটার দিকে মিরপুর-১৩ নম্বরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন কয়েক শ’ শ্রমিক। এরপর তারা মিরপুর-১০ নম্বরে এসে অবস্থান নেন।
বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের অবরোধের ফলে প্রধান সড়কসহ আশপাশের সড়কে যানজট দেখা দেয়। জানা গেছে, বিক্ষোভে অংশ নেওয়া গার্মেন্টস শ্রমিকরা বেশির ভাগ মিরপুর-১৩ নম্বরে অবস্থিত ১০টি গার্মেন্টসের শ্রমিক। বিক্ষোভরত শ্রমিকরা জানান, ন্যূনতম বেতন ২৩ হাজার টাকা করার দাবিতে তারা রাস্তায় নেমেছেন।
নতুন যে বেতন সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে তারা তা মানেন না। এদিকে আশাপাশে পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কাফরুল থানার ওসি ফারুকুল আলম বলেন, ‘সকালে শ্রমিকরা রাস্তায় নেমেছেন। সকাল নয়টার পর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে উপস্থিত হয়েছি।’


















