পোল্যান্ড-বেলারুশ সীমান্তে এখন রণক্ষেত্র

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৬:২০ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
পোল্যান্ড-বেলারুশ সীমান্তে এখন রণক্ষেত্র। অভিবাসন প্রার্থীরা জোরপূর্বক প্রবেশের চেষ্টা করলে চড়াও হয় পোলিশ সীমান্তরক্ষী বাহিনী।
মানবস্রোত ঠেকাতে তীব্র ঠাণ্ডার মধ্যেই জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার হয়। পাথর ছুঁড়তে ছুঁড়তে অভিবাসনপ্রার্থীরা কাঁটাতার অতিক্রমের চেষ্টা করে। ইউরোপীয় ইউনিয়নের অভিযোগ, জোটকে চাপে ফেলতেই সীমান্তের দিকে অভিবাসন প্রত্যাশীদের ঠেলে দিচ্ছে অ্যালেক্সান্ডার লুকাশেঙ্কো সরকার। পরিস্থিতি মোকাবেলায়, বেলারুশের ওপর শিগগিরই জোরালো নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত ইইউ। গেলো কয়েকদিনে দ্বিপাক্ষিক আলোচনা এবং বারবার আহ্বানের পরও টনক নড়ছে না বেলারুশ প্রশাসনের। পোলিশ সীমান্ত সংস্থার দাবি, এ মাসে ৫ হাজারের বেশি অভিবাসনপ্রার্থী সীমান্তে জড়ো হয়েছেন। গেলো বছর সংখ্যাটি ছিলো মাত্র ৮৮।