পৃথক দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি
- আপডেট সময় : ০৬:৫৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
পৃথক দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় নোয়াগাঁওয়া হিন্দু বাড়িঘর, মন্দির ভাংচুর, লুটপাটের প্রতিবাদে অপরাধীদের দ্রুত গ্রেফতার ও মানবতাবিরোধী অপরাধ ট্রাইবুনালে বিচারপূর্বক শাস্তির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে সনাতন সমাজ কল্যাণ কেন্দ্রীয় পরিষদ।
এদিকে, একই ঘটনার প্রতিবাদে পাবনার বিভিন্ন উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে।
তৃতীয় শ্রেণী কর্মচারীদের ন্যূনতম ১১তম বেতন গ্রেড দেয়া, শিক্ষার্থী সংখ্যার অনুপাতে তৃতীয় শ্রেণী কর্মচারী বাড়ানোসহ পাঁচ দফা দাবিতে ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন হয়েছে।
সড়ক পরিবহন আইনের সংস্কার ও তার বাস্তবিক প্রয়োগের দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লার সাংস্কৃতিক কর্মীরা। যুগোপযোগী সড়ক পরিবহন আইনের সংস্কার ও তার বাস্তবিক প্রয়োগ দাবি জানান বক্তারা।
জামালপুরে পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর কর্মচারীরা।
কুড়িগ্রাম জেলা কলেজ শিক্ষকের ওপর বর্বরোচিত হামলার এক সপ্তাহ পরেও আসামী গ্রেফতার না হওয়ায় মানববন্ধন করেছে ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতারা।
বে-সরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেনী কর্মচারিদের ৫ দফা দাবি আদায়ে নড়াইলে মানববন্ধন ও স্মারকলিপি দেয়া হয়।























