পূর্ব শত্রুতার জেরে পাংশায় এক শিক্ষককে গুলি করে হত্যা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০
- / ১৭৯৭ বার পড়া হয়েছে
পূর্ব শত্রুতার জেরে রাজবাড়ীর পাংশায় এক শিক্ষককে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
উপজেলার কসবা মাজাইল ইউনিয়নে সুবর্ন কোলা গ্রামে ভোরসাড়ে ৬টার দিকে শিক্ষক আসাদুল বারী খানকে একদল দুবৃর্ত্ত ধরে নিয়ে পায়ে এবং বুকে গুলি করে হত্যা করে। তারা শিক্ষককে গড়াই নদীর পাড়ে ফেলে রেখে পালিয়ে যায়। পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ জানান, হত্যাকান্ডে জড়িত সন্দেহে ৫ জনকে আটক করা হয়েছে। আসাদুল বারী খান কুষ্টিয়ার খোকসা উপজেলার সেনগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।