পূর্ব ইলিশায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ, শেখ হাসিনার ছবি ভাংচুর
- আপডেট সময় : ০১:০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
- / ১৬৫১ বার পড়া হয়েছে
পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের ঘটনা ঘটেছে।
রোববার সন্ধ্যায় ভোলা সদর উপজেলা পূর্ব ইলিশা ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড সাদা পোল নামক এলাকায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ সোহরাউয়ার্দ্দীর নির্বাচনী কার্যালয় অগ্নিসংযোগে ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কার্যালয় থাকা বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবি, অর্ধশত চেয়ার ও অন্যান্য আসবাবপত্র আগুনে পুড়ে যায়। ওই চেয়ারম্যান প্রার্থী অভিযোগ করে বলেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন ছোটন কয়েকদিন থেকে তার উঠান বৈঠকে কুরুচি পূর্ণ বক্তব্য দিয়ে তার কর্মীদের উস্কানি দিচ্ছেন। ছোটন তার বহিরাগত ক্যাডার বাহিনী দিয়ে প্রচারণা কাজেও বাঁধা দিয়ে আসছে। দিনে রাতে বোমা ফাটিয়ে ভয়ভীতি দেখাচ্ছেন নৌকার কর্মী-সমার্থকদের। এ সময় তিনি প্রশাসনের কাছে অবাধ সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচনে দাবি জানান।























