পুলিশের সামনেই বিষপানে এক নারীর আত্মহত্যার চেষ্টা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩
- / ১৭৩৭ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের সামনেই বিষপানে মৌসুমী আক্তার নামের এক নারী আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে।
পরিবারের সদস্যরা জানায়, পুলিশ বিভিন্ন সময় মৌসুমীকে মাদক ব্যবসায়ী বলে টাকা চেয়ে থাকে। সোমবার সন্ধ্যায় কয়েকজন পুলিশ মৌসুমীর ঘরে গিয়ে তার নামে মাদক মামলা আছে উল্লেখ করে তাকে থানায় যেতে বলে। এ নিয়ে মৌসুমীর সাথে পুলিশ সদস্যদের বাদানুবাদ হয়।এক পর্যায়ে মৌসুমী ঘরে থাকা বিষ খেয়ে ফেলে। গুরুতর অবস্থায় পুলিশসহ পরিবারের সদস্যরা তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পুলিশ বলছে, মৌসুমী চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। সে মামলায় তাকে গ্রেফতারের চেষ্টা করলে সে ঘরে থাকা বিষ পান করে। এসময় তার ঘর থেকে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়।