চট্টগ্রামে বিএনপির ৫৭ নেতাকর্মীসহ অজ্ঞাত কয়েকশো জনের নামে মামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
চট্টগ্রামের কাজির দেউরীতে বিএনপির সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ৫৭ নেতাকর্মীর নাম উল্লেখ্য করে অজ্ঞাত কয়েকশো জনকে আসামী করে মামলা করেছে পুলিশ।
ভোররাতে নগরীর কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করা হয়। এর আগে সোমবার বিকেলে কেন্দ্রীয় কর্মসুচী চলাকালে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপি নেতাকর্মীরা। এতে ৬ পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়। ঘটনার পর দলীয় কার্যালয় থেকে মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনিসহ ১৫ জন ও একটি বেসরকারী হাসপাতালে অভিযান চালিয়ে বিএনপি’র আহবায়ক ডা. শাহাদাত হোসেনসহ আরো ১৫ নেতাকর্মীকে আটক করে পুলিশ। এ ঘটনায় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, যুগ্ম আহবায়ক আবুল হাশেম বকরসহ ৫৭ নেতাকর্মীসহ অজ্ঞাত কয়েকশো জনকে আসামী করে মামলা করে পুলিশ।























