পুলিশের কেউ অন্যায় করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১
- / ১৫৬০ বার পড়া হয়েছে
পুলিশের কেউ অন্যায় করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের আইজি বেনজীর আহমেদ। মাদক, চাঁদাবাজিসহ যে কোন অনিয়মে জড়ালে কর্তৃপক্ষ নিষ্ঠুর সিদ্ধান্ত নেবে বলে জানান আইজিপি।
দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় একথা বলেন তিনি। ভালো কাজের পুরস্কার নিশ্চিতের পাশাপাশি অন্যায়ে শাস্তি পাওয়া নিশ্চিত মন্তব্য বেনজীরের। তিনি বলেন মহামারিকালে বুক চিতিয়ে জনগনের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। জীবন দিয়েছেন বাহিনীর শতাধিক সদস্য। তবে পুলিশিং দিয়ে জনগণের বন্ধু হওয়ার দৌড়ে এখনো নানা অভিযোগ বাহিনীটির বিরুদ্ধে। মাদকে জড়িত কোনো সদস্য পুলিশে থাকবে না। গণমাধ্যমকে সুষ্ঠু ও বস্তুনিষ্ট সমালোচনা করারও আহবান জানান বেনজীর আহমেদ।