পুলিশি বাধার মুখে সারাদেশে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ

- আপডেট সময় : ০২:১০:৪১ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
পুলিশি বাধার মুখে সারাদেশে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। নাটোরে পুলিশের সাথে নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। পুলিশ ও সাংবাদিক সহ অন্তঃত আহত ২০ জন হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে কয়েক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ ও রাবার বুলেট ছুঁড়েছে পুলিশ। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সমাবেশ করে দলটি।
সকাল ১০টায় নাটোর শহরের আলাইপুরে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এই সংঘর্ষ হয়। পুলিশ, সাংবাদিক ও স্থানীয় বিএনপি নেত্রী ছাবিনা ইয়াসমিন ছবিসহ অন্তঃত ২০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ।
জামালপুরে বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে। সকালে দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশে, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।
দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ চত্বরের বিএনপির কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ শেষে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল হয়।
চুয়াডাঙ্গায় খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে মানিকগঞ্জে সমাবেশ ও মিছিল করেছে জেলা বিএনপি। সকালে জজ কোর্ট চত্ত্বরে সমাবেশ ও মিছিল করে তারা। বক্তারা অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার সুযোগ দেয়ার দাবি জানান।