পুলিশি অভিযানে গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যা করেছে জুয়েল
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে যমুনার দুর্গম চরে পুলিশের অভিযানের সময় গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যা করেছে আসামি জুয়েল আহম্মেদ।
বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার উপ-পরিদর্শক মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে মোটরসাইকেল চোর চক্রের মুল হোতা আসামি জুয়েলকে আত্মসমর্পণ করতে বলা হয়। এসময় সে নিজ ঘরে ঢুকে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে সদর সার্কেল পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। জুয়েলের নামে ১১টি চুরি মামলা রয়েছে।
















