পুরো বছর ভাল অভ্যাসে সুন্দর জীবন গড়তে শিক্ষার্থীদের প্রতি আহ্বান :ডা: দীপু মনি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫১:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৮১ বার পড়া হয়েছে
মুজিববর্ষ পালন যেন শুধু আনুষ্ঠানিকতা না হয়। পুরো বছর ভাল অভ্যাসে সুন্দর জীবন গড়তে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি। দেশকে উন্নত করার জন্য অন্যের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেও শিক্ষার্থীদের আহ্বান জানান তিনি।
সকালে বগুড়ার পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজে নবনির্মিত বঙ্গবন্ধু একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শিক্ষামন্ত্রী । শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকে বুকে ধারণ করে বঙ্গবন্ধুর আদর্শের মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। এর আগে মন্ত্রী বঙ্গবন্ধু একাডেমিক ভবনের উদ্বোধন ও স্কুল চত্বরে একটি গাছ লাগান। পরে শিক্ষামন্ত্রী বগুড়ার গাবতলীর সৈয়দ আহমদ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন।






















