পুরোদমে চলছে বেলারুশ প্রিমিয়ার লিগ

- আপডেট সময় : ০২:৫৯:০৮ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
করোনাভাইরাসের প্রভাবে বিশ্বের অধিকাংশ দেশে সব ধরনের ক্রীড়া ইভেন্ট বন্ধ থাকলেও পুরোদমে চলছে বেলারুশ প্রিমিয়ার লিগ ফুটবল। বেলারুশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান সের্গেই ঝারদেস্কি মনে করেন, লিগ বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে গেছে ইউরোপের শীর্ষ পাঁচ ফুটবল লিগ। প্রায় চার সপ্তাহ ধরে মাঠে নেই ফুটবল তারকারা। এমনকি বিশ্বের প্রায় দেশেই কোভিড-১৯ সংক্রমণ এড়াতে সাময়িক বন্ধ রাখা হয়েছে ফুটবল। তবে এক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত পূর্ব ইউরোপের দেশ বেলারুশ। ইতালি-স্পেন-ফ্রান্সের মতো উন্নত দেশে যখন করোনার কারণে দিনের পর দিন ভারী হচ্ছে মৃত্যুর মিছিল, তখন স্টেডিয়াম ভর্তি দর্শকে বেশ দাপটের সঙ্গে চলছে বেলারুশিয়ান প্রিমিয়ার লিগ। ইউরোপের একমাত্র দেশ হিসেবে শীর্ষ ফুটবল লিগ স্থগিত করেনি রাশিয়ার প্রতিবেশিরা। এদিকে, ৬ এপ্রিল পর্যন্ত সাংস্কৃতিক ও ক্রীড়াসহ আন্তর্জাতিক সব ইভেন্ট স্থগিত বেলারুশ সরকার। কিন্তু নিজেদের সিদ্ধান্তে অনড় বেলারুশ ফুটবল অ্যাসোসিয়েশন।