পুত্র সন্তান জম্ম না হওয়ায় এক মাসের কন্যা সন্তানকে আছঁড়ে মেরেছে পাষন্ড পিতা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০
- / ১৬৫৫ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুত্র সন্তান জম্ম না হওয়ায় এক মাসের কন্যা সন্তান মীমকে আছঁড়ে মারার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।
মীম নামে এক মাসের কণ্যা সন্তানকে বাবা আছঁড়ে হত্যার অভিযোগ পেয়ে লাশটি উদ্ধার করা হয়। মেয়ে সন্তান হওয়ায় বাবা কামাল সন্তুষ্ট না। পুত্র সন্তান জন্মের না নেয়ায় স্ত্রী খাদিজার সাথে প্রায় তাদের ঝগড়া হতো। আজ শিশুটি কান্না করতে থাকলে বাবা ক্ষিপ্ত হয়ে আছঁড়ে শিশুটিকে হত্যা করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে বাবা পলাতক রয়েছে। এ ব্যপারে মামলার প্রস্তুতি চলছে।