পুকুর থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
মাদারীপুরের রাজৈর উপজেলার পৌর এলাকার হৃদয়নন্দী আদর্শ গ্রামের একটি পুকুর থেকে সজীব শেখ নামের এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের পিতার নাম হোসেন শেখ। পুলিশ মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ জানায়, গেলরাতে বাড়ির পাশের একটি পুকুর থেকে সজীব শেখকে স্থানীয়রা উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ মো: সাদী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।