পীর হাবিব বেঁচে থাকবেন তার লেখনীতে
- আপডেট সময় : ০৮:৪২:২৪ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
জৈষ্ঠ্য সাংবাদিক ও বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের দ্বিতীয় জানাজার নামাজ জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১টায় এই নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তৃতীয় জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় তার শেষ কর্মস্থল বাংলাদেশ প্রতিদিনের কার্যালয়ে।
দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আনা হয় সাংবাদিক পীর হাবিবের মরদেহ। এ সময় উপস্থিত সংবাদ কর্মীদের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। জানাজায় অংশ নেন দীর্ঘ দিনের সহকর্মী ও সাংবাদিক নেতারা।
এসময় জাতীয় প্রেস ক্লাবের সভাপতিসহ সিনিয়র সাংবাদিকরা বলেন ,পীর হাবিব তার লেখনীতে বেঁচে থাকবেন।
এর আগে পীর হাবিবের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হলে সেখানে শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।তার মৃত্যুতে সাংবাদিক জগতে অপূরণীয় ক্ষতি হলো বলেও মন্তব্য করেন শ্রদ্ধা জানাতে আসা বিশিষ্ট জনরা ।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তৃতীয় জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় তার শেষ কর্মস্থল বাংলাদেশ প্রতিদিনের কার্যালয়ে। সোমবার সুনামগঞ্জের মাইজবাড়ীতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে পীর হাবিবের মরদেহ।










