পি কে হালদার ও তার সহযোগীদের পশ্চিমবঙ্গের আদালতে তোলা হয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
ভারতে গ্রেফতার বাংলাদেশের বহুল আলোচিত অর্থ পাচারকারী প্রশান্ত কুমার ওরফে পি কে হালদার ও তার সহযোগীদের পশ্চিমবঙ্গের আদালতে তোলা হয়েছে। তারা দেশটির কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-ইডি’র রিমান্ডে ছিল।
দুপুর ১২টার দিকে তাদেরকে কলকাতার ব্যাঙ্কশাল আদালতের মধ্যে স্পেশাল সিবিআই কোর্টে হাজির করা হয়। সোমবার সকালে বিধাননগর মহকুমা হাসপাতালে পি কে হালদার ও তার সহযোগীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর, নিয়ে যাওয়া হয় ইডির পশ্চিমবঙ্গ দফতরে। পি কে হালদারের ঘটনায় ইডি– ইন্টারন্যাশনাল অ্যাক্ট, ফরেন অ্যাক্ট, মানি লন্ডারিং অ্যাক্ট, ভারতীয় পাসপোর্ট ব্যবহার, ভুয়া আধার কার্ডসহ কয়েক ধরনের মামলার প্রস্তুতি নিলেও, শেষ পর্যন্ত অবৈধভাবে অর্থপাচারের অভিযোগে মামলা করছে। এই আইনের ৩ ও ৪ ধারায় ৬ জনকে আসামী দেখানো হচ্ছে।