পিরোজপুর ও শেরপুর থেকে দু’জনের মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
পিরোজপুর ও শেরপুর থেকে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
পিরোজপুর শহরের পশ্চিম মাছিমপুর এলাকা থেকে এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ফারদিন মাহমুদ রাফিন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ছোট শৌলা গ্রামের প্রবাসী সেলিম মাহমুদ হাওলাদারের ছেলে। নিহতের গলায় ও শরীরর বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
এদিকে, শেরপুর সদর উপজেলার টালিয়াপাড়া এলাকায় অজ্ঞাত একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গেল রাত ৪ টার দিকে এক বাড়িতে চোর প্রবেশ করলে লোকজন জেগে ওঠে। এ সময় পালাতে গিয়ে ওই চোর কচুরীপানার পুকুরে ডুবে যায়।পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে চোরকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।