পিরোজপুরের বিচারক প্রত্যাহারের সিদ্ধান্ত কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট

- আপডেট সময় : ০৭:৩১:৪০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
পিরোজপুরের জেলা ও দায়রা জজ আবুল মান্নানকে প্রত্যাহারের সিদ্ধান্ত কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন। বুধবার এ বিষয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটি হাইকোর্টের নজরে আনেন কয়েকজন আইনজীবী। পরে প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করে উচ্চ আদালত। মামলার নথি থেকে জানা যায় গেল ৩ মার্চ পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নানকে বদলি করে আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। আর যুগ্ম জেলা ও দায়রা জজ নাহিদ নাসরিনকে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজের দায়িত্ব দেয়া হয়। পিরোজপুরের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর পর ওই বিচারককে বদলির চিঠি দেয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। আগামী ১১ মার্চ রুলের পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।