পিরোজপুরের নেছারাবাদে- জেলা পরিষদের উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণ রোধে, পিরোজপুরের নেছারাবাদে- জেলা পরিষদের উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
দুপুরে, ভান্ডারিয়ার তেলিখালী ইউপি কার্যালয়ে, নেছারাবাদ উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার জনপ্রতিনিধিদের কাছে এসব সামগ্রী তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ। এছাড়া অনুষ্ঠানে প্রকল্পের বরাদ্দ ও সেলাই মেশিন বিতরণের আবেদন ফরমও হস্তান্তর করা হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে তাঁর দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।