পিপলিতা একাদশকে ট্রাইবেকারে ৩-২ গোলের পরাজিত করে তারুলী একাদশ চ্যাম্পিয়ন

- আপডেট সময় : ০২:২৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
মুজিবর্ষ উপলক্ষে আয়োজিত ঝালকাঠিতে ফিরোজা আমু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় স্থানীয় পিপলিতা একাদশকে ট্রাইবেকারে ৩-২ গোলের পরাজিত করে তারুলী একাদশ চ্যাম্পিয়ান হয়েছে। নির্ধারিত সময়ে গোল শূন্য হওয়ায় ট্রাইবেকারে ফলাফল নির্ধারণ হয়।
বুধবার বিকেলে সদর উপজেলার কেওড়া ইউনিয়নের সারেংগল ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এ খেলার পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়াল পদ্ধতিতে যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার প্রদান করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে সারেঙ্গল আদর্শ গ্রাম কমিটির সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খানের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক নুরুল আমিন সুরুজ, তরুণ কর্মকার, জেলা কৃষক লীগের সভাপতি অ্যাভোকেট আব্দুল মান্নান রসুলসহ অন্যরা। এ খেলা দেখতে আশপাশের শত-শত মানুষ উপস্থিত হয়।